রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

পরিবেশ রক্ষায় রাজমিস্ত্রী মকছেদ আলীর ব্যাতিক্রম উদ্যােগ

পরিবেশ রক্ষায় রাজমিস্ত্রী মকছেদ আলীর ব্যাতিক্রম উদ্যােগ

তেতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধিঃ-দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়া। এ উপজেলার বিভিন্ন হাট-বাজারে পরিস্কার পরিছন্ন,জীবানুমুক্ত রাখতে ও মশার উপদ্রব্য কমাতে,মানুষকে ডেঙ্গু আক্রান্ত থেকে সুরক্ষিত রাখতে এক ব্যতিক্রম উদ্যােগ গ্রহণ করেছে মকছেদ আলী নামে এক ৫৫ বয়সী রাজমিস্ত্রী।সামান্য মজুরীতে কাজ করে সংসার চালালেও নিজের হাত খরচের টাকা জমিয়ে তিনি তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন হাটবাজারে নিজ হাতে জীবানুনাশক স্প্রে করা শুরু করেছেন। যেখানে -সেখানে ময়লা না ফেলা,ড্রেনের পানিতে পরিত্যক্ত জিনিসপত্র না ফেলা,দোকান পাট কিংবা বাসা বাড়িতে পরিত্যক্ত জায়গা কিংবা জিনিসপত্র পরিস্কার পরিছন্ন রাখতে মকছেদ আলী করছেন সচেতন।

মকছেদ আলী মনে করেন যে যার মতো সচেতন থাকলে পরিবেশ যেমন রক্ষা থাকবে তেমনি রক্ষা পাওয়া যাবে ডেঙ্গুর মতো জীবননাশক রোগ থেকে৷ মকছেদ আলীর এমন ব্যতিক্রম উদ্যােগে অনুপ্রাণিত হচ্ছে স্থানীয়রাও

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email