
আমার মা শ্রেষ্ঠ মা
বিশ্বজিত বড়ুয়া
মায়ের দিন প্রতিদিন
আমার আশার আলো।
তুমি আমার ভূবন
আর্শীবাদ মা ঢালো।
আমার মায়ের আঁচল
গরমেও শীতল।
একদিন বেশি চাই মা
পেতে করুণার জল।
আমি যা পারিনি
জয়মালা তা পারলো।
এতোই খুশী হলাম
আবারও প্রাণ কাড়লো।
দেখালে পৃথিবী
আর কী আছে চাওয়া।
জন্ম দিলে তুমি
এটাই শ্রেষ্ঠ পাওয়া।
নয় মাস মুক্তিযোদ্ধা
খায় মায়ের রান্না ভাত।
আমার মা শ্রেষ্ঠ মা
মানবতার এক হাত।
নিউজটি পড়েছেন : ২১৩