বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বর্ষার রোদ —->মনজুর আলম (মন্জু)

বর্ষার রোদ
 মনজুর আলম (মন্জু)

এখন কি কালের বর্ষার মেলা?
নাকি অকাল জুড়ে বইছে রৌদ্দুর বর্ষা
নামের খেলা।
আকাশ ভরা মেঘের ভেলা দেখতে সাবাই চায়,
শ্রাবণ মাসের অঝোর বৃষ্টি এখন তো আর নাই।

রোদের পাখি ডানা মেলে উড়ছে সারা বন,
চাষি ভাইয়ের ফসল বুনায় বেজায় ক্ষুদ্ধ মন।

অঘোর বার্ষার বৃষ্টি কোথায়? নদী হাহাকার,
জলের কন্যা রাগ করেছে, নেই কেউ রাগ ভাঙ্গাবার।

কালো মেঘের ঘনঘটা কখন আসবে ধেয়ে,
ফুল পাখিরা সুখ বিলাবে খোলা মাঠে যেয়ে।

নদী নালা খাল বিল পানি শূন্য ঝিল
কোন অকালের অবিশাপে নেই বর্ষাকালের মিল।

এমন যদি হতেই থাকে কেমনে হবে বাস,
গরিব দুঃখী কৃষক জেলের হবে কি আর চাষ?

রোদের পাখি যাও উড়ে যাও মেঘের ভেলা আসো,
বৃষ্টি এসে মাঠ ভরে যাক কৃষক জেলে হাসো।

বর্ষা ঋতু সজিব করে এই ধরণীময়,
সবুজ ফসল মাঠ ভরে যায় মুখে হাসি রয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email