
ত্যাগ আদর্শের জন্যে ইসহাক মিয়া চট্টলার মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন
–—-ইঞ্জিনিয়ার মোশাররফ,
শিমুল চৌধুরী(চট্টগ্রাম মহানগর)প্রতিনিধিঃ– বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন,পাকিস্তানী শাসক গোষ্ঠির রক্ত চক্ষুকে উপেক্ষা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সারাদেশ থেকে কর্মী খুঁজে খুঁজে আওয়ামী লীগকে সংগঠিত করেছিলেন,সেই কর্মীরাই পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে নেতা হয়ে নেতৃত্ব দিয়েছিলেন,তাদের একজন চট্টগ্রামের ইসহাক মিয়া, তিনি বলেন ত্যাগ ও আদর্শের জন্যে মরহম ইসহাক মিয়া চট্টগ্রামের মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন, আওয়ামী লীগ জাতীয় পরিষদের সাবেক সদস্য ও সাবেক সাংসদ মরহুম ইসহাক মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবরে পুষ্পস্তবক অর্পণকালে তিনি একথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম,জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ,দপ্তর সম্পাদক মো নুর খান প্রমুখ।

নিউজটি পড়েছেন : ২০২