শুক্রবার,২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে সরকারের বিশেষ মাদকদ্রব্য অভিযান পরিচালনায় গাজাসহ গাজা ব্যবসায়ী আটক

বিরামপুরে সরকারের বিশেষ মাদকদ্রব্য অভিযান পরিচালনায় গাজাসহ গাজা ব্যবসায়ী আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- (২৩ শে জুলাই) রবিবার রাত্রি ১০:৩০ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ মাদকদ্রব্য অভিযান পরিচালনা করে বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের কেটরা বাজার সংলগ্ন নুরুজ্জামান চৌধুরীর ইটের তৈরী প্রাচীর ঘেরা ফাকা বাউন্ডারী ভিতরে হতে ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা, যাহার মূল্য-৫,০০০/-(পাঁচ হাজার) উদ্ধারসহ গাজা ব্যবসায়ী তুষার আহমেদকে হাতেনাতে আটক করে। আটককৃত গাজা ব্যবসায়ী বিরামপুর উপজেলার জোতবাণী ইউনিয়নের চাকুল গ্রামের বকুল মিয়ার ছেলে তুষার আহমেদ (৪৬)।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকারের বিশেষ মাদকদ্রব্য অভিযান পরিচালনার মাধ্যমে এবং সঠিক দিকনির্দেশনায় অত্র থানার উপ পরিদর্শক আব্দুর রশিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উক্ত অভিযানটি সফলভাবে পরিচালনা করেন। উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অত্র থানায় এফআইআর নম্বর ১৭ – তারিখ ২৩ জুলাই ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রেকর্ড করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।অপরদিকে একই দিনে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকারের দিকনির্দেশনায় বিরামপুর থানা পুলিশ রবিবার সকাল ৭ টায় অভিযান চালায়। এসময় তার ঘর তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪’শ পিস ইয়াবা পাওয়া যায়। এরপর একাধিক মাদক মামলার আসামি জিয়ারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী জিয়ারুল বিরামপুর উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়নের ভেলারপাড় এলাকার মৃত. আয়েজ মিয়ার ছেলে। ওসি সুব্রত কুমার সরকার জানান আসামিদের কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email