শুক্রবার,২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে মৃত্যুর এক বছর পার কবর থেকে লাশ উধাও

দুর্গাপুরে মৃত্যুর এক বছর পার কবর থেকে লাশ উধাও

 দুর্গাপুর( রাজশাহী) প্রতিনিধিঃ-দুর্গাপুরে মৃত্যুর এক বছর পরে কবর থেকে আব্দুল গনি মোল্লা নামের এক শিক্ষকের লাশ উধাও হয়েছে। ঘটনাটি উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের আমগ্রাম মাঝিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে
স্থানীয় সূত্রে জানা যায়,গত (২১ জুলাই) রোজ শুক্রবার রাতে রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়ন আমগ্রাম মাঝিপাড়া গ্রামেরে আলহাজ আঃ গনি মোল্লা নামের এক সহকারী সাবেক শিক্ষকের লাশ কে বা কাহারা কবর থেকে উঠিয়ে নিয়ে যায়, তিনি বর্ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মৃত ব্যক্তির সন্তান এরশাদ আলী বলেন। আমার পিতা ১০৫ বছর বয়সে ২০২২ সালে তিনি অবসরে জান এবং গত( ২১জুলাই) ২০২২ সালে রোজ শুক্রবার রাতে মৃত্যুবরণ করলে আমাদের পারিবার কবরস্থানে তাকে কবর দেয়া হয় । আজ (২২ শে জুলাই) ২০২৩ রোজ শনিবার দিবাগত রাতে কে বা কাহারা কবর খুঁড়ে লাশ নিয়ে যায়। বিষয়টি প্রথমে মৃত ব্যক্তির ৪র্থ ছেলে মোঃ হাজ্জাজ দেখতে পান, পরে এলাকার লোকজন ও পরিবারেন সদস্যদের কে জানালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । এবং উচ্ছুক জনতা কবরস্থানে ভিড় করেন।এ সময় পরিবারের সদস্যরা
এই ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্র হতে পারে বলে ধারণা করছেন। এবং বিষয়টি এলাকার বিভিন্ন মহল বিভিন্ন ভাবে দেখছেন, এলাকাবাসী ও পরিবারে সদস্যেরা তারা বলেন এমন নোংরা ও জঘন্য কাজে কে বা কারা করেছে । তা আমরা জানিনা, কিন্তু এই ঘটনা রহস্য উদঘাটন করে দোষীদের শাস্তি ও মৃতদেহের সন্ধান চেয়েছেন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) নাজমুল হক বলেন বিষয়টির রহস্য উদঘাটন করার জন্য গোয়েন্দা পুলিশসহ দুর্গাপুর থানা পুলিশের অভিযান অব্যাহত আছে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email