সোমবার,২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

গ্রিন ফর পিস এর নতুন কমিটি ঘোষণা

গ্রিন ফর পিস এর নতুন কমিটি ঘোষণা

মোঃ আব্দুল্লাহ (রাউজান চট্টগ্রাম)প্রতিনিধিঃ-চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পরিবেশবাদী সংগঠন গ্রিন ফর পিসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার ) বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারীতে এ সভার আয়োজন করা হয়। এতে ২০২২-২৩ বর্ষের কার্যকরী কমিটি ঘোষণা করেন সংগঠনটির বিদায়ী সভাপতি মোঃ আল আমিন ইসলাম।

জান্নাতুল কারিমুন ও রিফাত হোসেনের সঞ্চালনায় বিকাল ৫ টায় সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দীন আহমেদ।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ নাঈমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক যন্ত্রকৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ওয়াজেদ আল ইসলাম।

এছাড়াও সামাদুল ইসলাম, সেতু সরকার , সুবর্ণা বিশ্বাস, তাশদীদ আব্বাসী তন্ময়, তাসমিয়া রওনক ফেরদৌসী-সহ-সভাপতি, জোবায়ের হোসেন, সেলিম হোসেন- যুগ্ম-সাধারণ সম্পাদক এবং খন্দকার সাকিব রহমান সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়।

আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিরা বিদায়ী কমিটির সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেয়। এরপর সংগঠনটির বিগত এক বছরের কার্যক্রম নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র উপস্থিতির সামনে প্রদর্শন করা হয়।

নব নির্বাচিত সভাপতি মোঃ নাঈমুল ইসলাম বলেন, গ্রিন ফর পিস এর মাধ্যমে চুয়েটের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি দেশের সংকটকালীন মূহুর্তে আমরা চেষ্টা করি মানুষের পাশে দাড়াতে। আমরা জাতীয় দিবসসহ বছরজুড়েই রক্তদান, বৃক্ষরোপন, শীতবস্ত্র উত্তোলন এবং বিতরণ সহ নানা কর্মসূচি নিয়ে থাকি। আমি মনে করি আমাদের এইধরনের সেচ্ছাসেবীমূলক কর্মকান্ড শুধু গ্রীন ফর পিসের সদস্যদের জন্য না এই ধরনের কাজ করার মানসিকতা দেশের সকল ছাত্র সমাজের থাকা উচিত। নবাগত কমিটির সকলকে সাথে নিয়ে মানবহিতৈষী কাজগুলোর পরিধি যেন দিগন্ত ছোঁয়া করতে পারি তৎজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

উক্ত প্রোগ্রামে সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড:জামাল উদ্দীন আহমেদ বলেন-এই সংগঠনের সাথে আমি দীর্ঘসময় ধরে আছি এবং প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছি।বিগত কমিটির সদস্যরা অনেক কাজ করেছে যেগুলো আসলেই চমৎকার ছিলো এবং আগামীর জন্য অনুপ্রেরণার। আশা করি নতুন কমিটিও এইধারা অব্যহত রাখবে।এবং নতুন নতুন কাজ আমাদের উপহার দিবে।

উল্লেখ্য গ্রিন ফর পিস চুয়েট ক্যাম্পাসে দীর্ঘদিন যাবৎ পরিবেশবাদী কার্যক্রম পরিচালনা করে আসছে। এবছর গ্রীন ফর পিসের উল্লেখযোগ্য একটি পদক্ষেপ ছিলো প্লাস্টিকের ব্যবহার নিরূৎসাহিত করার লক্ষ্যে এবং চুয়েট ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত রাখতে চুকুরুয়েট ভর্তি পরীক্ষায় “একটি প্লাস্টিক একটি চারা” কর্মসূচি গ্রহণ করা, যা ছাত্রসমাজে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়াও তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অনেকগুলো ডাস্টবিন স্থাপন করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email