
কর্ণফুলী নদীতে এক যুবক নিখোঁজ
শংকর চৌধুরী (বোয়ালখালী চট্টগ্রাম)প্রতিনিধিঃ-ঘটনাটি ঘটে আনুমানিক ৪ ঘটিকায় আজ ১৯ জুলাই বোয়ালখালীস্থ কালুরঘাট সেতু সংলগ্ন পূর্ব পাশে।এক যুবকের দল কর্ণফুলী নদীর উপরে বয়ে চলা কালুঘাট ব্রিজের পূর্ব পাশে ফুটবল খেলার শেষ মুহূর্তে আনন্দ ফলিত ভাবে ফেরীতে উঠে পানিতে লাফ দিতে থাকে। নিখোজ মিনহাজের পায়ের জুতা ভেসে যায় পানিতে। ওই জুতা নিয়ে আসা লক্ষ্যে মিনহাজ পানিতে লাফ দেয় এবং সে একসময় অনেক দূরে চলে গেলে রাকিব ও সাকিব তাকে এগিয়ে নেওয়ার জন্য নদীতে লাফ দিয়ে এগুতে থাকে। কিন্তু পানির স্রোত ছিল খুবই প্রবল বিদায় রাকিব ও সাকিবের সাথে মিনহাজের মিলন হয়নি।
প্রায় একঘন্টা পরে রাকিব ও সাকিবকে খুঁজে পাওয়া যায়। শাকিব বর্তমানে সাধারণ অবস্থায় আছে রাকিবকে চিকিৎসার লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যাওয়া হয়। খবর পাওয়া পর্যন্ত মিনহাজকে খুঁজে পাওয়া যায়নি।
বোয়ালখালী থানার পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস উক্ত স্থানে উপস্থিত আছেন।খবর প্রকাশ ৫:৩০ মিনিট/১৯ বুধবার
