শনিবার,১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের গোলদার বাড়ি নামক স্থানে আবারও সড়ক দুর্ঘটনা

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের গোলদার বাড়ি নামক স্থানে আবারও সড়ক দুর্ঘটনা

মহানগর(বরিশাল)প্রতিনিধিঃ-বরিশাল পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের গোলদার বাড়ি নামক স্থানে ঢাকা থেকে আসা মোল্লা পরিবহনের ধাক্কায় ব্যাটারি চালিত অটো ট্রাক দুর্ঘটনার কবলে!

উক্ত ঘটনাটি বরিশাল পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের গোলদার বাড়ি সড়ক দুর্ঘটনায় কবলিত লেবুখালী থেকে বাকেরগঞ্জগামী ট্রাক ও ব্যাটারি চালিত অটো।

আজ রবিবার দুপুর ১:৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এই সড়ক দুর্ঘটনায় ঢাকা থেকে পটুয়াখালীগামী মোল্লা পরিবহনের ধাক্কায় অটোচালক গুরুতর আহত হয়েছে অটো চালককে প্রাথমিক চিকিৎসার জন্য বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ বিষয়টি নিয়ন্ত্রণে আনে এবং বাকেরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাকসুদুর রহমান জানান- বাকেরগঞ্জের গোলদার বাড়ি নামক স্থানে সড়ক ঘটনা ঘটনায় যাত্রীবাহী মোল্লা পরিবহন, ট্রাক ও ব্যাটারি চালিত অটো পুলিশের হেফাজতে রয়েছে, এবং এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email