
দুর্বলের আত্ম কাহিনী
কবি– মনজুর আলম (মন্জু)
কেবা বুঝে ধর্ম কর্ম কেবা বুঝে মন,
কোথায় তোমার শেষ ঠিকানা
কোথায় বৃন্দাবন।
যার মনেতে নেই কো দয়া সেইকি করে পন?
পশুর ছেয়ে অধম জানি ঐ সে ভদ্র জন।

গয়া, মক্কা, জেরুজালেম, কামরুপকামাক্ষা
সবাই লীলাখেলা,
শাসকদের শোষণ করার সহজ পন্থার মেলা।
অবোধ বালক বুঝে না কো
কিবা বলে তারা,
সৃষ্টি থেকে চাপিয়ে দিল
ঐ সেই কঠিন প্রেমের দ্বারা।
ধর্ম কর্ম মানার পর ও দুর্বল শোষিত হয়,
দুর্নীতি দুষ্কর্ম করেও দেখি মোল্লা ব্রাহ্মণ্য
মাতব্বরের জয়।
নিউজটি পড়েছেন : ৩৯৮