শুক্রবার,২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

তিস্তার পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন

তিস্তার পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন

আদিতমারী( লালমনিরহাট)্প্রতিনিধিঃ-উজানে ভারি বর্ষণে তিস্তা নদীতে পানি প্রবাহ বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয় ফলে তিস্তা নদীর বাম তীরে লালমনিরহাটের নিম্নাঞ্চলের হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পরে।
ভুক্তভোগী পরিবারের মাঝে আজ শুকনো খাবার বিতারন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক হোসেন চৌধুরী। আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জি আর সরোয়ার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার।

গত বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৩৪মিটার। যা (স্বাভাবিক ৫২ দশমিক ১৫মিটার) বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

নদীপাড়ের মানুষজন জানায়, পানি বেড়ে যাওয়ার কারণে তিস্তা নদীর বাম তীরে লালমনিরহাট জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয় নিম্নাঞ্চলের আবাদকৃত ফসলের ক্ষেতে পানি উঠে। শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়ে। চরাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email