বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

নবীনগরে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত 

নবীনগরে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।গত শুক্রবার (১৪-০৭-২৩) বিকাল ৪ ঘটিকায় নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সার্জেন্ট মুজিবুর রহমান হল রুমে শ্রদ্ধা ও স্মরণে মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদের নামে দোয়া-মাহফিল ও মরহুমের জীবনী শ্রদ্ধায় স্শরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এটিএম আব্দুল্লাহ এর সভাপতিত্বে উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক দ্বীন ইসলাম মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য প্রদান করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান মোবারক হোসেন দুলু। এতে আরো বক্তব্য প্রদান করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ আরিফ ইসলাম রুবেল, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব সংহতির সহ-সভাপতি মো: মোশাররফ হোসেন, উপজেলা শ্রমিক পার্টির আহবায়ক ইকবাল হোসেন, উপজেলা যুব সংহতির আহবায়ক মোয়াজ্জেম হোসেন, সদস্য সচিব জামাল মিয়া, পৌর ছাত্র সমাজের আহবায়ক সাইদুর রহমান সোহাগ, শ্রীরামপুর ইউপির জাতীয় পার্টির আহবায়ক কামরুল ইসলাম, ইব্রাহিমপুর ইউপির মোশারফ হোসেন, লাউর ফতেহপুর ইউপির মনির হোসেন, কৃষ্ণনগর ইউপির আ: জলিল, নবীনগর পশ্চিম ইউপির রহমত উল্লাহ, জিনোদপুর ইউপির সজল মেম্বারসহ অন্যান্যরা।বক্তব্য শেষে সকলের মাঝে দোয়া মাহফিলের তাবারুক বিতরণ করা হয়েছে।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ ও প্রিন্ট ও অন-লাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email