শুক্রবার,২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহী দুর্গাপুরে পুকুর থেকে দুই প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

রাজশাহী দুর্গাপুরে পুকুর থেকে দুই প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

দুর্গাপুর(রাজশাহী)প্রতিনিধিঃ-রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ মসজিদ পুকুর থেকে প্রতিবন্ধী শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মৃতরা হলেন উপজেলা সদরের বাসিন্দা এরশাদ আলীর কন্যা তাসকিন আক্তার হীরা (২৫) ও মোঃ মোরশেদ আলমের কন্যা মোছাঃ মেঘা খাতুন (৭)
জানা যায় গত শুক্রবার ( ১৪) জুলাই সকালে
দুজন মিলে ময়লা কাপড়-চোপড় পরিষ্কার করতে গেলে বাড়ির সংলগ্ন দুর্গাপুর উপজেলা ভিতর পুকুরে পড়ে গেলে পুকুরের পাশে মসজিদ নির্মাণের শ্রমিকরা দেখতে পেয়ে চিৎকার চেচা মেচি করলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, নিহত দুজনই মানসিক ও বাক-প্রতিবন্ধী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে ।

ওসি নাজমুল হক আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের মৃত্যু পানিতে ডুবেই হয়েছে। তবে স্বজনদের কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার দায়ের করা হয়েছে।

মৃত তাসকিন আক্তার হীরা স্বামী মোঃ নয়ন আলী বলেন গত ১০ অক্টোবর ২০২০ এ আমাদের বিয়ে হয় কিন্তু পারিবারিক সমস্যা ও মামলার জন্য আমার বউ নিয়ে যেতে পারেন নি নয়ন আরো বলেন, আমি আমার স্ত্রীকে আমাদের পারিবারিক গোরস্তানে কবর দিতে চাই, যদিও দুই পরিবারের মাঝে এই নিয়ে ঝামেলা বা বিরোধ রয়েছে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email