
মীরসরাইয়ের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচী পালন
মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ- অদ্য১০জুলাই সকাল সাড়ে ১০ ঘটিকায় এসোসিয়েশন এর নিজস্ব অফিসের সামনে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচীতে এসোসিয়েশন এর সভাপতি মোঃ ফেরদাউস আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ তারিফুল ইসলাম তারিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক নাহিদুল হক ইমু, যুব,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ এমদাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য আবু ছালেক মিয়াজী, ওয়াসিম আকরাম, আকাশ, শাকিল, ইরফান উদ্দিন ইপাত সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে এসোসিয়েশন এর সভাপতি বলেন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন প্রতিষ্ঠা লগ্ন থেকে নিরলস ভাবে এলাকার সমাজসেবামূলক কাজ করে আসছে এবং কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর উন্নয়নের লক্ষ্য এই সংগঠনের পতাকা তলে যোগদান করুণ।

নিউজটি পড়েছেন : ৩০৮