
রাজশাহী দুর্গাপুরে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ৫ আসামিসহ ৭জন গ্রেপ্তার
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ-রাজশাহীর দুর্গাপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও বিএনপি নেতা অধ্যাপক জোবায়েদ হোসেনকে হত্যা চেষ্টার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক পাঁচ আসামী সহ সাতজনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
গতকাল ৬ জুলাই বৃহস্পতিবার গভীর রাতে দু্র্গাপুর থানার পুলিশ পরিদর্শক নয়ন হাসান (ওসি তদন্ত) এর নেতৃত্বে এসআই আঃ রাজ্জাক, এসআই দাউদ, এসআই ইব্রাহিমের সুদুরপ্রসারী কৌশল অবলম্বনে একদল চৌকস পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে পুলিশের একটি চৌকস টিম ৫ জুলাই বুধবার দিবাগত রাতে সুখানদিঘী গ্রামে চিরুনী অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানা ভূক্ত সাজাপ্রাপ্ত পলাতক ৫ আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো উপজেলা সুখানদিঘী গ্রামের নকিম উদ্দীনের পুত্র ইছাহাক আলী, হারেজ উদ্দীন, আজাদ আলী, এনতাজ আলী ও নকিম উদ্দীন সহ প্রজিকিশন মামলার আরো দুই আসামী সহ ৭ জন আসামীকে গ্রেফতার করে দুর্গাপুর থানায় নিয়ে আসে থানা পুলিশ।
আজ সকাল ১১ টায় রাজশাহী জেলা পুলিশের প্রিজনভ্যানে আদালতের প্রেরন করেছেন থানা পুলিশ।
জানাযায়, রাজশাহীর দুর্গাপুর উপজেলার সুখানদিঘী গ্রামের পুত্র উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেনকে হত্যা চেষ্টার অভিযোগে ২০০৩ সালের ২৩মে দুর্গাপুর থানায় সাতজনকে আসামী করে মামলা দায়ের হয় মামলা নং৪।
দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেনের দায়েরকৃত মামলায় ২০০৮ সালের ১৪ ফ্রেব্রুয়ারী রাজশাহী জেলা দায়রা জজ আমলী আদালত সকল আসামীকে ৭ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
আসামীপক্ষ নিন্ম আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে জামিনে মক্তি পায় আসামী গন।
উচ্চ আদালতের আপিল বেঞ্চের শুনানী শেষে উচ্চ আদালতের আপিল বিভাগ ২০২৩ সনের ২৩ জানুয়ারী নিন্ম আদালতের রায় বহাল রাখেন। রায় প্রকাশের সময় আসামীগন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন উচ্চ আদালত।
গ্রেফতারি পরোয়ানা ভুক্ত পলাতক সাজা প্রাপ্ত আসামিদের গ্রেফতার করাই আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মামলার বাদ দিয়ে অধ্যাপক জোবায়েদ হোসেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, দুর্গাপুর থানায় ২০০৩ সালের হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত সাজাপ্রাপ্ত পলাতক ৫ জন আসামী সহ প্রশিকিশন মামলার ২জন সহ ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে। আজ ৭জুলাই গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।