
ঝালকাঠি তে বাইতুল আমান মসজিদ ও মাদ্রাসার উদ্বোধন করলেন – আমির হোসেন আমু (এমপি)
ঝালকাঠি (ঝালকাঠি জেলা) প্রতিনিধিঃ-আজ শুক্রবার ঝালকাঠি সদর উপজেলার ৪ নং ওয়ার্ড পালবাড়িতে বাইতুল আমান জামে মসজিদ ও মাদ্রাসার শুভ উদ্বোধন করেন আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহদয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। উল্লেখ্য, ঝালকাঠি ৪ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো. কামাল শরীফের একক প্রচেষ্টায় প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে বাইতুল আমান জামে মসজিদ ও মাদ্রাসাটি নির্মাণ করা হয়েছে। এর আগে আমির হোসেন আমু এমপি মহদয় পালবাড়ি আদম আলী মিয়ার বাড়ি থেকে আবু ছালেক শরীফের বাড়ি পর্যন্ত একটি সংযোগ সড়কের শুভ উদ্বোধন করেন। এ সড়কটির নাম দেয়া হয়েছে আলহাজ্ব আমির হোসেন আমু সড়ক।
নিউজটি পড়েছেন : ২৪৭