রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কোরবানি — আল আমিন খান

কোরবানি
— আল আমিন খান

লোক দেখানো কোরবানি নয়
মোটা ষাঁড় আর খাসিতে ও নয়;
ত্যাগে ও খোদাপ্রেমে
কুরবানি হয়।

বনের পশুকে জবাই দিয়ে
আপন মনকে শুদ্ধ করে
ঐশীপ্রেমে বিভোর হলে
কুরবানি হয়।

তোমার মনের পশুত্ব ভাব
বিদায় করো যবে;
তোমার দেয়া কোরবানি ভাই
তবেই কবুল হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email