প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৩, ১২:৪৪ অপরাহ্ণ
কোরবানি — আল আমিন খান

কোরবানি
--- আল আমিন খান
লোক দেখানো কোরবানি নয়
মোটা ষাঁড় আর খাসিতে ও নয়;
ত্যাগে ও খোদাপ্রেমে
কুরবানি হয়।
বনের পশুকে জবাই দিয়ে
আপন মনকে শুদ্ধ করে
ঐশীপ্রেমে বিভোর হলে
কুরবানি হয়।
তোমার মনের পশুত্ব ভাব
বিদায় করো যবে;
তোমার দেয়া কোরবানি ভাই
তবেই কবুল হবে।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.