সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোকচিত্র বিষয়ক সংগঠন ও পত্রিকা পোর্ট্রেটের উদ্যেগে বর্ষাবরণ উৎসব

আলোকচিত্র বিষয়ক সংগঠন ও পত্রিকা পোর্ট্রেটের উদ্যেগে বর্ষাবরণ উৎসব

নিজস্ব প্রতিনিধিঃ- আলোকচিত্র বিষয়ক সংগঠন ও পত্রিকা পোর্ট্রেটের উদ্যেগে গত২২ জুন চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বর্ষাবরণ উৎসবের আয়োজন করা হয়। নৃত্য,সংগীত,আবৃত্তি ও কথামালায় দর্শককে মুগ্ধ করে রাখেন শিল্পীরা।আবৃত্তিকার এলোহার পরিচালক আসাদ উজ্জ্বল এর সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পোর্ট্রেটের পরিচালক রূপম চক্রবর্তী। সাংবাদিক নিরুপম দাশগুপ্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন , প্রেস ক্লাবের সহ সভাপতি মন্জুর কাদের মন্জু ,শহিদুল্লাহ শাহরিয়ার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, জামাল খান ওয়াডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন মহরম হোসেন পোর্ট্রেট নিউজ ২৪ এর নির্বাহী সম্পাদক মিথুন দত্ত, পোর্ট্রেট নিউজের পরিচালক পিযূষ তালুকদার, শেখ আদনান শুভ প্রমূখ।
সংগীত পরিবেশন করেন অজয় চক্রবর্তী, নিপা সেন গুপ্ত,অনু অনুপ্রভা বড়ুয়া লিনা শ্রাবণী মহাজন । নৃত্য পরিচালনায় ছিলেন সেতু বিশ্বাস নিপ্পন একাডেমি ও সুরভী নাথ নৃত্যময়ী একাডেমি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email