শুক্রবার,২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সাপ্তাহিক স্লোগান এর উদ্দ্যেগ্যে কবিতা সন্ধ্যা

নিজস্ব প্রতিনিধিঃ– জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি অপ্রমেয় প্রেমের আত্ম আকুতি শব্দের মাধ্যমে যারা তুলে ধরে জনগনের স্মৃতিকে দৃঢ় করতে নিজ দ্বায়িত্ব পালন করেন, তাদের অনুপ্রেরনা আরো বৃদ্ধি করার স্বার্থে সাপ্তাহিক স্লোগানের এই দৃষ্টান্তমুলক আয়োজন★কবিতা সন্ধ্যা★।অনুষ্ঠানটি আজ ২৯ আগষ্ট সোমবার কদম মোবারকস্থ চট্টগ্রাম একাডেমী ফয়েজ নুর নাহার মিলনায়তনে সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি মোঃ জহির এর সভাপতিত্বে অধ্যপিকা কাঞ্চনা চক্রবর্তী মনোমুগ্ধকর উপস্থাপনায় ছড়া,কবিতা ও বক্তব্য পাঠ করে সভাকে আরো স্রোতিময় করে ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক রাশেদ রউফ,সাথী দাশ,সমো বকতিয়ার,স্বপন দত্ত,রিজোয়ান মোহাম্মদ,বিজন মজুমদার,বিপুল বড়ুয়া,দীপক বড়ুয়া,অমিত বড়ুয়া,রাজন বড়ুয়া,ইফতেকার মারুফ,সকাল দাশ,সোমা মুৎসুদ্দী,শ ম বকতিয়ার,জসীম উদ্দিন খান,নান্টু বড়ুয়া,নাসের রহমান,বাসুদেব খাস্তগীর স্বরনিকা চৌধুরী, রাসু বড়ুয়া,আক্তারুল ইসলাম,লিপি বড়ুয়া,মাহবুবা চৌধুরী, খালেছা খানম,যাওয়াদ,রেজোয়ান মাহামুদ,রাশেল আলী রানা,কায়সার আলী,রুনা তাহমিনা,শিপ্রা দাশ,প্রতিমা দাশ,সৈয়দ সাবিনা,ইসমাইল জসীম,স্বপন দত্ত,শিউলি নাথ প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email