রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশীয় তৈরী অস্ত্রসহ ভূস্স্যা আটক

নিজস্ব প্রতিনিধিঃ-.  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিএমপি চান্দগাঁও থানার শরীফ রোকনুজ্জামান (এস আই)সঙ্গীয় অফিসার ও  সহযোগী ফোর্স সহ  ২৯ আগষ্ট, সোমবার চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড় থেকে শহিদুল ইসলাম প্রকাশ বুইস্যা (২৫)কে ০১ টি দেশীয় তৈরী একনলা বন্দুক ০২ টি খয়েরী রংয়ের কার্তুজ ও ০১ (এক) টি টিপ ছোরাসহ গ্রেফতার করেন।উক্ত মামলার আইও এসআই রিদোয়ানুল হক শুভেচ্ছা প্রতিদিনকে জানায়,ত্রাস খ্যাত ভূস্ষ্যা বহুূদিন যাবত এলাকায় নৈরাজ্যতা সৃষ্টি  করে আসছে।প্রশাসনের নজর ফাকিঁ দিয়ে এবং বিভিন্ন সন্ত্রাসী সদস্যের সহযোগীতায় শহিদুল ইসলাম (ভূস্ষ্যা) এলাকার বিভিন্ন জায়গায় চাদাঁবাজীসহ বিভিন্ন ন্যাক্কারজনক কর্মকান্ডে পরিচালনা করে আসছে।ইতি পূর্বে পুলিশি নজর এড়িয়ে গেলেও শেষ রক্ষা হলো না তার। গতরাত আনুমানিক ১২ঃ৩০ ঘটিকায় চট্টগ্রামস্থ বহদ্দারহাট মোড়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় চাদঁগাও পুলিশ প্রশাসন।জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভোর সকাল ৬ঃ৩০ মিনিটে মামলা দখিল করা হয় এবং যথানিয়মে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email