বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

নাজির হাট পুরাতন ব্রিজ পরিদর্শনকালে সড়ক পরিবহন ও মহাসড়ক সচিব পরিত্যক্ত ব্রিজটি নতুন করে নির্মাণের উদ্যোগ শীঘ্রই

উন্নয়নের জন্য শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে: এ টি এম পেয়ারুল ইসলাম 

 নিউজ ডেস্কঃ- ফটিকছড়ি- হাটহাজারি উপজেলার সংযোগ ঐতিহ্যবাহী নাজিরহাট পুরাতন ব্রিজ হালদা সেতু পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি এ টি এম পেয়ারুল ইসলাম।
এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, সরকার জনগণের উন্নয়নে কাজ করছে। সকলের দাবী নাজিরহাট পুরাতন ব্রিজ নির্মাণ করা। খুব শীঘ্রই নাজিরহাট পুরাতন ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে।
এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, পরিত্যক্ত পুরাতন ব্রিজের জায়গায় নতুন করে ব্রিজ নির্মাণের মাধ্যমে নাজিরহাট লাইনে ট্রেনের যাত্রী আবারো বাড়বে। জৌলুস ফিরে আসবে নাজিরহাট কলেজ এবং উত্তর চট্টগ্রামের প্রধান ব্যবসা কেন্দ্র নাজিরহাটের। উত্তর ফটিকছড়ি এবং হাটহাজারীর আশপাশের মানুষ আবারো ট্রেনযোগে চট্টগ্রাম শহরে আসা-যাওয়া করবে। কারণ এই সেতুর নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে।
পরিদর্শনকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আমি এই নাজিরহাট পৌরসভার ভোটে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে উন্নয়নের কাজ আমি নিজেই করব। নাজিরহাট পৌরসভা আমি একাই করেছি। রাবার ডেম, ৭টি ব্রিজসহ ফটিকছড়িতে অনেক সড়ক আমি করেছি। ইতিমধ্যে ৫০ কোটি টাকার হালদা নদীর উপর পাঁচপুকুরিয়া সিদ্ধাশ্রম ব্রিজের কাজ শুরু হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে এই নাজিরহাট পৌরসভার জন্য ৬০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে ।

মসজিদ, মাদরাসা, রাস্তাঘাটসজ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন হবে। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। এই নাজিরহাট ব্রিজটা হাটহাজারী-ফটিকছড়িবাসীর বহুদিনের দাবি তা খুব শীঘ্রই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। জনননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে সকলকে একত্রে কাজ করার আহবান জানান।

নাজিরহাট পৌরসভার মেয়র এ কে জাহেদ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম, সড়ক পরিবহন ও সেতু বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতিউর রহমান, প্রধান প্রকৌশলী পিন্টু বড়–য়া, প্রকৌশলী জাহেদ হোসেন, নাজিরহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া, নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা আবুল কাশেম, সাবরিনা চৌধুরী, ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলম, জেলা পরিষদের সদস্য এইচ এম আলী আবরাহা দুলাল, ফটিকছড়ি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এড. সালামত উল্লাহ চৌধুরী শাহীন, চেয়ারম্যান শফিউল আজম, চেয়ারম্যান শোয়াইব আল-সালেহীন, চেয়ারম্যান জায়নুল আবেদীন, রাসেদুল ইসলাম রাসেল, শহীদ জাফর আলম, হারেস মিয়া, বোরহান আহমেদ, মাসুদ পারভেজ, হাবিব মাহমুদ সাজ্জাদসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বাজার ব্যবসায়ী সমিতি, বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email