বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

রূপগঞ্জে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-রূপগঞ্জে পূর্ব বিরোধের জের রাস্তা থেকে ধরে ছাত্রলীগ কর্মী রানাকে কুপিয়ে রক্তাক্ত করার ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (১১ জুন) সকালে নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় আহতর স্বজনেরা জানান, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলামিনসহ তার অর্ধশতাধিক লোকজন রানাকে রাস্তার পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করে।

সেসময় পুলিশ সামনে থাকলেও হামলাকারীরা সংখ্যায় বেশি হওয়ার রানাকে উদ্ধার করতে পারেনি।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি সব আসামী। মানববন্ধনে আসামিদের দ্রুত গ্রেপ্তারসহ শাস্তি দাবি জানানো হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email