বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সত্যের জয় হবেই ——শবনম ফেরদৌসী

সত্যের জয় হবেই

শবনম ফেরদৌসী

সব সত্য বলা যায়না
বলতে পারিনা আমি,
সব সত্য বলতে গেলে
ঝড় ঠউবে এখনি।

মিথ্যেরা সব জোট বেধেছে
ধরবে টুঁটি চেপে,
মিথ্যের সাথে আপোষ আমি
করবো কেমন করে।

সাগরের মত সুনামি যখন
উঠবে সত্যের মাঝে,
মিথ্যেরা সব ভেসে যাবে
অতল গহিনে।

সত্যের মাঝে ফিরবে মানুষ
মিথ্যের ফানুস নিভিয়ে,
সব সত্য জিতবে এবার
মিথ্যাবাদী কে হারিয়ে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email