প্রিন্ট এর তারিখঃ মে ১৯, ২০২৫, ১:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৩, ৯:৫৫ অপরাহ্ণ
সত্যের জয় হবেই ——শবনম ফেরদৌসী

সত্যের জয় হবেই
শবনম ফেরদৌসী
সব সত্য বলা যায়না
বলতে পারিনা আমি,
সব সত্য বলতে গেলে
ঝড় ঠউবে এখনি।
মিথ্যেরা সব জোট বেধেছে
ধরবে টুঁটি চেপে,
মিথ্যের সাথে আপোষ আমি
করবো কেমন করে।
সাগরের মত সুনামি যখন
উঠবে সত্যের মাঝে,
মিথ্যেরা সব ভেসে যাবে
অতল গহিনে।
সত্যের মাঝে ফিরবে মানুষ
মিথ্যের ফানুস নিভিয়ে,
সব সত্য জিতবে এবার
মিথ্যাবাদী কে হারিয়ে।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.