বুধবার,২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সিজেকেএস বাকলিয়া কন্সট্রাকশন ৩য় বিভাগ ক্রিকেট লীগ ২০২২-২৩ এর উদ্বোধন

সিজেকেএস বাকলিয়া কন্সট্রাকশন ৩য় বিভাগ ক্রিকেট লীগ ২০২২-২৩
এর উদ্বোধন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাকলিয়া কন্সট্রাকশন এর আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস বাকলিয়া কন্সট্রাকশন ৩য় বিভাগ ক্রিকেট লীগ ২০২২-২৩ গত ১০ জুন ২০২৩ইং চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিসিবির সম্মানিত পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ¦ আ.জ.ম. নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান বাকলিয়া কনস্ট্রাকশন এর স্বত্ত্বাধিকারী মোহাং সোলায়মান। সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম মহিউদ্দিন হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি ও সিজেকেএস বয়সভিত্তিক ক্রিকেটের আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি আলহাজ¦ দিদারুল আলম চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব্দ্দুীন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক হাসান মুরাদ বিপ্লব, সিজেকেএস নির্বাহী সদস্য প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সিজেকেএস কাউন্সিলর ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসেন, সিজেকেএস কাউন্সিলর মুজিবুর রহমান, কফিল উদ্দিন খান, সাইফুল্লাহ চৌধুরী, আলী হাসান রাজু, সাইফুল আলম খাঁন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email