
সিজেকেএস বাকলিয়া কন্সট্রাকশন ৩য় বিভাগ ক্রিকেট লীগ ২০২২-২৩
এর উদ্বোধন
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাকলিয়া কন্সট্রাকশন এর আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস বাকলিয়া কন্সট্রাকশন ৩য় বিভাগ ক্রিকেট লীগ ২০২২-২৩ গত ১০ জুন ২০২৩ইং চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিসিবির সম্মানিত পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ¦ আ.জ.ম. নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান বাকলিয়া কনস্ট্রাকশন এর স্বত্ত্বাধিকারী মোহাং সোলায়মান। সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম মহিউদ্দিন হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি ও সিজেকেএস বয়সভিত্তিক ক্রিকেটের আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি আলহাজ¦ দিদারুল আলম চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব্দ্দুীন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক হাসান মুরাদ বিপ্লব, সিজেকেএস নির্বাহী সদস্য প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সিজেকেএস কাউন্সিলর ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসেন, সিজেকেএস কাউন্সিলর মুজিবুর রহমান, কফিল উদ্দিন খান, সাইফুল্লাহ চৌধুরী, আলী হাসান রাজু, সাইফুল আলম খাঁন প্রমুখ।