শনিবার,১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে পর্যটকদের জন্য জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চালু হলো বিশেষ বাস সার্ভিস  

চট্টগ্রামে পর্যটকদের জন্য জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চালু হলো বিশেষ বাস সার্ভিস

নিউজ ডেস্কঃ–  দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পাহাড়, নদী, সমুদ্র আর সবুজ বনাঞ্চলে সমৃদ্ধ বন্দরনগরী চট্টগ্রাম দেশের অন্যতম পর্যটন সম্ভাবনাময় এলাকা হিসেবে সুপরিচিত। এখানে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের অন্যতম নান্দনিক ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম। চট্টগ্রাম শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকতটির জনপ্রিয়তা পর্যটকদের কাছে দিন দিন বাড়ছে। এছাড়া, চট্টগ্রাম শহরের ফৌজদারহাটে অবস্থিত জেলা প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক নির্মিত দৃষ্টিনন্দন ও প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত ‘ডিসি পার্ক’ দিন দিন ভ্রমনপিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। চট্টগ্রামের পর্যটনপ্রেমী মানুষের পতেঙ্গা সমুদ্র সৈকত এবং ডিসি পার্কের গমনাগমন নির্বিঘ্ন ও সহজতর করার লক্ষ্যে জেলা প্রশাসন, চট্টগ্রাম বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সহযোগিতায় আজ থেকে টাইগার পাস-ডিসি পার্ক (ফৌজদারহাট)- পতেঙ্গা রুটে ০২টি ডাবল ডেকার( একটি ছাদ খোলা) বাস চালু করেছে। সার্কিট হাউস চট্টগ্রামে সকাল ১০ ঘটিকায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় সচিব জনাব এ বি এম আমিন উল্লাহ নুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ তাজুল ইসলাম, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের সম্মানীত পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার),পিপিএম বার ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চট্টগ্রাম অত্যন্ত পর্যটন সম্ভবনাময় একটি জায়গা। পর্যটনশিল্পের বিকাশে পর্যটক বাস সার্ভিস চালু করা চট্টগ্রামের জেলা প্রশাসকের একটি অনন্য উদ্যোগ।চট্টগ্রামের পর্যটন শিল্পের বিকাশে গৃহীত যেকোন উদ্যোগে আমাদের সহযোগিতা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান জনাব মো: তাজুল ইসলাম বলেন, চট্টগ্রামের পর্যটনপ্রেমী মানুষের কথা বিবেচনা করে আমরা জেলা প্রশাসক , চট্টগ্রামের উদ্যোগের সাথে সামিল হয়ে ২ টি বাস সরবরাহ করেছি। ভবিষ্যতে চাহিদার ভিত্তিতে আমরা আরো কয়েকটি বাস সরবরাহ করবো।অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক, চট্টগ্রাম তার বক্তব্যে বলেন, আমরা আপাতত পর্যটনপ্রেমী মানুষের ডিসি পার্ক ও পতেঙ্গা সমুদ্র সৈকতে যাত্রা নির্বিঘ্ন করতে ২ টি বাস দিয়ে পর্যটন বাস সার্ভিসের কার্যক্রম শুরু করেছি। ভবিষ্যতে আনোয়ারার পারকির চর, সীতাকুন্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকত , ইউরোপীয়ান ক্লাব , বাটালী হিলসহ অন্যান্য জায়গায় বাস/ মাইক্রোবাস এর মাধ্যমে হাফ ডে এবং ফুল ডে ট্যুর সার্ভিস চালু করবো।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উৎসবমুখর পরিবেশে বাস ২ টি সকাল ১১ টায় সার্কিট হাউজ থেকে যাত্রা শুরু করে দুপুর ১২ টায় পতেঙ্গা সমুদ্র সৈকতে পৌছায়। বাস ২ টি পতেঙ্গা সমুদ্র সৈকতে পৌছার পর দুপুর ১২ টায় আমন্ত্রিত অতিথিগণ পর্যটন বাস সার্ভিসের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সার্ভিসটি প্রতি শুক্রবার ৩টি ট্রিপ যথাক্রমে সকাল ৯:০০টা, বিকাল ০৩:০০টা, বিকাল ০৪:০০টা; প্রতি শনিবার ৪টি ট্রিপ যথাক্রমে সকাল ০৯:৩০টা, সকাল ১০:৩০টা, বিকাল ০৩:০০টা ও বিকাল ০৪:০০টা; রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ২টি ট্রিপ যথাক্রমে বিকাল ০৩:০০টা ও বিকাল ০৪:০০টায় চট্টগ্রামের টাইগারপাস হতে পতেঙ্গার উদ্দেশ্য যাত্রা আরম্ভ করবে এবং শুক্রবার ০৩টি ট্রিপ যথাক্রমে দুপুর ১২:০০টা, সন্ধ্যা ০৭:০০টা, রাত ০৮:০০টা; প্রতি শনিবার ৪টি ট্রিপ যথাক্রমে দুপুর ০১:০০টা, দুপুর ০২:০০টা, সন্ধ্যা ০৭:০০টা, রাত ০৮:০০টায় পতেঙ্গা থেকে ফিরে আসবে।পর্যটন বাস সার্ভিসে ভ্রমণের জন্য টাইগার পাস হতে ডিসি পার্ক ৪০টাকা, ডিসি পার্ক হতে পতেঙ্গা সমুদ্র সৈকত ৩০ টাকা, টাইগার পাস হতে পতেঙ্গা সমুদ্র সৈকত ৭০ টাকা করে একইরুপ ভাবে পতেঙ্গা হতে ডিসি পার্ক ৩০টাকা, ডিসি পার্ক হতে টাইগারপাস ৪০টাকা, পতেঙ্গা সমুদ্র সৈকত হতে টাইগারপাস ৭০টাকা টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে। ভ্রমনপ্রত্যাশীদের চাহিদা বাড়লে ভবিষ্যতে বাসের সংখ্যা বৃদ্ধি এবং এসি বাস যোগ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email