সোমবার,২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

৬ দফার পথ ধরইে এদশেরে স্বাধীনতা এসেছে —এম এ সালাম

৬ দফার পথ ধরেই এদশেরে স্বাধীনতা এসেছে —এম এ সালাম

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলছেনে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফাই ছিল মূলতঃ বাঙালির মুক্তিসনদ এবং বাঙালির এগিয়ে যাওয়ার নির্ভুল দিক নির্দেশনা,৬ দফার পথ ধরইে এদশেরে স্বাধীনতা এসেছে ঐতহিাসকি ৬দফা দিবসে ৬ জুন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলনে,বঙ্গবন্ধু ৬ দফা ঘোষণা করছিলেন বলেই আজ আমরা স্বাধীন জাতি, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সহ সভাপতি অধ্যাপক মো মঈনুদ্দনি,মোঃ আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, সাংস্কৃতকি সম্পাদক আলাউদ্দনি সাবেরী,প্রচার সম্পাদক প্রদীপ চক্রবত্তী,যুব ও ক্রীড়া সম্পাদক নাজমি উদ্দনি তালুকদার,উপদপ্তর সম্পাদক আসম ইয়াছনি মাহমুদ, কার্যনির্বাহী সদস্য ডা মো মোস্তফা, বেদারুল আলম চৌধুরী বেদার, শওকত আলম,ফোরকান উদ্দনি আহমদে,মো সেলিম উদ্দনি,ডাঃ নুর উদ্দনি জাহেদ, বখতয়োর সাঈদ ইরান,আকতার উদ্দিন মাহমুদ পারভজে,মনজুর র্মোশদে ফিরোজ, উপদেষ্টা মহিদ্দিন আহমদে,নুরুল আবছার বাবুল,জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী দেোলয়ারা ইউসুফ, মৎস্যজীবী লীগ সভাপতি হারুন অর রশীদ, জেলা যুবমহিলা লীগ আহবায়ক রওশন আরা রত্না, যুগ্ম আহবায়কল এড জুবাঈদা রোয়ার নিপা, মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক শফউিল আলম,জেলা তাতী লীগ সদস্য সচিব রূপক  অপু,জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রজোউল করিম প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email