রবিবার,২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

*বৃক্ষরোপণ মৌসুমে জুন-আগস্ট মাসে ২২ লাখ বৃক্ষরোপণ করবে চট্টগ্রাম জেলা প্রশাসন*

*বৃক্ষরোপণ মৌসুমে জুন-আগস্ট মাসে ২২ লাখ বৃক্ষরোপণ করবে চট্টগ্রাম জেলা প্রশাসন*

নিউজ ডেস্কঃ–  গত ৬ জুন দুপুর ১২ ঘটিকায় চট্টগ্রাম জেলায় ২২ লাখ বৃক্ষরোপণের কর্মসূচি নিয়ে এক বিশেষ জুম সভার আয়োজন করে জেলা প্রশাসন, চট্টগ্রাম।

উক্ত জুম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান,  সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রাকিব হাসান। জুম সভাতে আরও সংযুক্ত ছিলেন চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ ও সহকারী কমিশনার (ভূমি)গণ এবং মহানগরের ৬টি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গণ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক চট্টগ্রাম বলেন, চট্টগ্রামের ১৫টি উপজেলায় ১৯১ টি ইউনিয়ন রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে কমপক্ষে ১০,০০০ বিভিন্ন ধরনের ফলজ-বনজ-ঔষধি-নান্দনিক বৃক্ষের চারা রোপন করা হবে। আর চট্টগ্রাম মহানগরে মোট ২,০০,০০০ টি ( দুই লক্ষ) অনুরূপ গাছের চারা লাগানো হবে। এ হিসেবে আগামী আগস্ট মাসের আগেই ২২ (বাইশ) লক্ষ বৃক্ষরোপণের টার্গেট পূরণ নিয়ে জেলা প্রশাসন কাজ করবে। এছাড়াও উপকূলীয় উপজেলায় বনায়নের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণকে নির্দেশ দেন জেলা প্রশাসক।

তিনি আরও বলেন, কদমতলী, বটতলী, খেজুরতলা, আমবাগান, নিমতলা বা যে কোন গাছের নামে চট্টগ্রামের যে সকল এলাকা রয়েছে সেসব এলাকায় অনুরুপ বৃক্ষরোপণ করে এলাকার নামের সার্থকতা ফিরিয়ে আনা হবে। তিনি সাধারণ মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে উদ্বুদ্ধ করার জন্য সবাইকে নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক বলেন, স্কুল-কলেজ প্রাঙ্গনে বিভিন্ন ধরণের বৃক্ষরোপণ করতে হবে। অবৈধ দখলে থাকা সরকারের খাস জমি উদ্ধার করে সেখানে বনায়নের ব্যবস্থা করতে হবে। আশ্রয়ণ প্রকল্পের জায়গায়, বাড়ির আঙ্গিনায় এবং পতিত জমিতে ফলজ বৃক্ষ রোপণ করলে তা মৌসুমী ফলের চাহিদা মেটাবে। বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কার হিসেবে গাছের চারা দেওয়ারও পরামর্শ দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক আরও বলেন, অন্যান্য দপ্তর-সংস্থার সাথে সমন্বয় করে বৃক্ষরোপন কর্মসূচী পরিচালনা করবে জেলা প্রশাসন। এই কর্মসূচির সাথে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করা হবে।

বিশেষত জেলা প্রশাসক এই কর্মসূচির সাথে স্কুল কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার নির্দেশ দেন। প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের চারা দিয়ে সেটির পরিচর্যা করে বড় করার জন্য পরামর্শ করেন যাতে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও দেশপ্রেম তৈরি হয়। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশের নাগরিক। তারাই আগামীতে পরিবেশ রক্ষায় অগ্রগণ্য ভূমিকা পালন করবে।

জুম সভায় সংযুক্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)গণ এই কর্মসূচী বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করেন। শুধু তাই নয় রোপিত বৃক্ষের সঠিক পরিচর্যার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এই কর্মসূচীকে সফল করার আশাবাদ ব্যক্ত করেন সবাই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email