শুক্রবার,১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের উন্মোক্ত বাজেট ঘোষণা

রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের উন্মোক্ত বাজেট ঘোষণা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়গঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মোক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল ৩ মে শনিবার দুপুরে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী এ বাজেট ঘোষণা করেন।
২০২৩-২৪ অর্থ বছরের ৬ কোটি ১৭ লাখ ২৯ হাজার ৯শত ৭ টাকার বাজেট ঘোষণা করা হয়। এ বাজেটের মধ্যে মোট ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৬৪ লাখ ৫২ হাজার ৯৫ টাকা। এতে মোট উদ্ধৃত্ব ৫২ লাখ ৭৭ হাজার ৮শত ১২ টাকা।
বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তোফায়েল আহমেদ আলমাছ, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, মোঃ ওমর ফারুক ভুইয়া, আলতাফ হোসেন, মানিক, মোঃ সুরুজ মিয়া, মাছুম মিয়া, রাজিয়া সুলতানা, পিয়ারা বেগম, কায়েতপাড়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি আরজুদা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার রিমা, সাধারণ সম্পাদক মলি আক্তার, আওয়ামী লীগ নেতা মহিবুর রহমান, নুর আহম্মদসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email