
বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়মের অভিযোগ প্রেক্ষিত দুদক অভিযান
নিউজ ডেক্সঃ- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, চট্টগ্রামে স্বজনপ্রীতি, নাবিকদের হয়রানি, নাবিক সিলেকশনে অনিয়ম, নানাবিধ অনিয়ম ও বৈষম্য সৃষ্টির অভিযোগের প্রেক্ষিতে দুদক জেলা কার্যালয় চট্টগ্রাম-১ থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এবং অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, চট্টগ্রাম থেকে তাৎক্ষণিক কিছু রেকর্ডপত্রাদি সংগ্রহ করে। পরবর্তীতে যাবতীয় রেকর্ডপত্রাদি সংগ্রহ করে পর্যালোচনান্তে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর অতি দ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
নিউজটি পড়েছেন : ৩১