
রূপগঞ্জে হোটেল বাবুর্চি বিল্লাল হত্যা মামলার তিন আসামী গ্রেফতার
রূপগঞ্জ( নারাযণগঞ্জ) প্রতিনিধি ঃ
নারাযণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা বাসষ্ট্যান্ডের নিউ প্রিন্স চাইনিছ রেস্টেুরেন্ট নামক খাবার হোটেলে কিলার রিফাত ও সোহানের
করা গুলিতে বাবুর্চি বিল্লাল হাওলাদারের (৫২) হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ । গত ২ জুন রাতে বরপা এলাকায় অভিযান চালিয়ে তাদের
গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন (২৩) বরপা এলাকার আব্দুল আউয়ালের ছেলে, অপু সাউদ (৩০) ফারুক সাউদের ছেলে ও মাসাবো এলাকার মোতাহারের ছেলে শাওন (২৫)।রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আতাউর রহমান বলেন,গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে
পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি পড়েছেন : ১৮২