রবিবার,২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এসএমই ফাইন্যান্সিং ফেয়ার চট্টগ্রাম ২০২৩

এসএমই ফাইন্যান্সিং ফেয়ার চট্টগ্রাম ২০২৩

এসএমই ফাউন্ডেশন ও চিটাগং উইমেন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি উদ্যোগে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের সহায়তায় আগামী ৩ রা মে হতে ৫ মে মোট তিন দিন কাজীর দেউড়ী ইন্টারনশাশনাল কনভেনশন সেন্টারে এসএমই ফাইনান্সিং ফেয়ার চট্টগ্রাম ২০২৩ইং (মেলা) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এসএমই খাতে উন্নয়নের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হিসেবে বিবেচিত সংকট দূরীকরণের করণের বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, গ্রামীণ উদ্যোক্তা এবং ক্লাস্টার উদ্যোক্তাদের অনুকূলে সহজ শর্তে ঋণ প্রাপ্তিতে এসএমই ফাউন্ডেশন কাজ করছে।

মূলত মেলাটি মূল উদ্দেশ্য হল ★চট্টগ্রাম অঞ্চলে এসএমই অর্থায়ন ত্বরান্বিতকরণ, ★চট্টগ্রাম অঞ্চলে কর্মরত এসএমই অর্থায়নে বিশেষ ইতিবাচক দৃষ্টিভঙ্গি আনায়ন।
★অর্থায়ন বিষয়ে এসএমই উদ্যোক্তাদের সচেতন ও রেডিনেস সৃষ্টিতে ভূমিকা রাখা ও ফাইন্যান্সিয়াল লিটারেসি
★প্রচলিত ব্যাংক ঋণের বিভিন্ন প্রকল্প সম্পর্কে উদ্যোক্তাদের অবহিতকরণ।
★এসএমই উদ্যোক্তা – ব্যাংকার ঋণ সংযোগকরণ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email