শুক্রবার,১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়কে কেবল পরীক্ষা গ্রহণের কেন্দ্র নয়, প্রকৃত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত কর – সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

প্রেস বিজ্ঞতিঃ–  জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সংকট নিরসনে পর্যাপ্ত ক্লাসরুম নির্মাণ শিক্ষক নিয়োগ, আবাসন-পরিবহন সংকট নিরসন ও আসন্ন জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের ৩ দফা দাবিতে আজ (১৭মে) বেলা ১১টায় নগরীর চকবাজার গুলজার মোড়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রায়হান উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণীসহ অন্যান্য নেতৃবৃন্দ । সভা পরিচালনা করেন নগর শাখার সাধারণ সম্পাদক প্রীতম বড়ুয়া।সমাবেশে বক্তারা বলেন, “১৯৯২ সালে প্রতিষ্ঠার পর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানটি চরম সংকটে ভুগছে। লক্ষ লক্ষ শিক্ষার্থীর উচ্চ শিক্ষার স্বপ্ন পুরণের কথা থাকলেও ক্রমশঃ তা মানহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার সর্ববৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও নানাবিধ সংকটে জর্জরিত এবং সরকার বা প্রশাসনের অবহেলায় পর্যবসিত। পর্যাপ্ত ক্লাসরুমের অভাবে চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোর স্বনামধন্য কলেজগুলোতেও বছরে ৭০-৮০দিনের বেশি ক্লাস নেওয়া সম্ভব হয়না। শহরের বাইরে কলেজগুলোর আরো করুণ দশা। বেশিরভাগ অনুষদে পর্যাপ্ত শিক্ষক নেই, ক্লাসরুম নেই,নেই শিক্ষার অপরিহার্য আয়োজন। পরীক্ষার হল না থাকায় ক্লাসরুমগুলোতে পরীক্ষা নিতে হয়, বন্ধ রাখতে হয় পাঠদান কার্যক্রম। ফলে প্রাইভেট নির্ভর শিক্ষায় পরিনত হয়েছে প্রতিষ্ঠানটি।এ ছাড়াও অনেক দিন ধরে চট্টগ্রামে বিভিন্ন কলেজসমূহে পর্যাপ্ত অর্থবরাদ্দের অভাবসহ নানান ঘটনার অজুহাতে কলেজ হোস্টেলগুলো বন্ধ রাখা হয়েছে। প্রায় কোন কলেজেই শিক্ষার্থীদের আবাসন সংকটের পাশাপাশি পরিবহন সুবিধা নেই। নেই হাফ পাসের কোনো বিধিসম্মত ব্যবস্থা। কোন কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেখানে প্রতিবছর একজন শিক্ষার্থীর জন্য লক্ষ টাকা খরচ করার নজির রয়েছে সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর জন্য খরচ করা হচ্ছে মাত্র ১হাজার টাকা। যার ফলে উচ্চ শিক্ষার খরচ জোগাড় করতে না পেরে অনেক শিক্ষার্থী মাঝপথে ঝড়ে পড়ে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সংকটের এই চিত্র দেখলই বোঝা যায় দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে তা এক ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ছাত্রছাত্রীদের শিক্ষার্থী তৈরি করার চেয়েও পরীক্ষার্থীতে পরিণত করা হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন না করে দক্ষ জনশক্তি তৈরি করার জন্য চালু করা পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা শিক্ষার বানিজ্যিকীকরণকে আরো প্রকট করে তুলবে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দীর্ঘদিন ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো জনগণের সামনে তুলে ধরার জন্য নানা কর্মসূচির আয়োজন করে আসছে।”

সমাবেশ থেকে আগামী ৩১ মে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতসহ ৩ দফা দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরারব স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।

দাবিসমূহঃ
🔴পর্যাপ্ত ক্লাসরুম নির্মাণ ও শিক্ষক নিয়োগ দিয়ে সারা বছর নিয়মিত ক্লাস চালু রাখ।
🔴আবাসন-পরিবহন সংকট নিরসন কর।
🔴বাজেটে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশেষ বরাদ্দ দাও।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email