শুক্রবার,১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কৌটি টাকা আত্মসাত্বের অভিযোগে আকবর শাহ থানার সাঃ সম্পাদক কাজী আলতাফ হোসেনের বিরোদ্ধে মানব বন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ-সরলতায় কপাল পুরলো অসহায় জনগনের,নৈপর্ত্যে আকবর শাহ থানার সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন ও তার সহযোগি জানিয়েছেন মানববন্ধন বক্তারা।মানব বন্ধনে উপস্থিত এক সদস্য বক্তব্য বলেন,  আট বছর পূর্বে আকবর শাহ থানার সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন স্থানীয় অসহায় জনগনকে বাস্তহারা জনগনকে জায়গা দেয়ার প্রত্যাশা দিয়ে বাস্থহারা সমিতির নাম উল্ল্যেখ পূর্বক প্রায় ২০০০ হাজার অসহায়ের কাছে প্রতি শেয়ার ১২৫০/-টাকা আদায় করে। ঐ সমিতির সভাপতি  খোরশেদ সাধারণ সম্পাদক নুরু।সময় অতিবাহিত হয় কিন্তু কোন গতি নেই জায়গায়।পেতারপর সবুজ পল্লী সমবায় সমিতি নামে ভুঁইফোড়া আর এক সমিতির জম্ম হয় রাতারাতি। তাতে ও প্রতি শেয়ারের নামে আনুমানিক-২০০০ এর অধিক সদস্যের কাজ হতে গড়ে ১১৫০/-টাকা আদায় করে কিন্তু যে লাউ সৈই কধু।২০১৭ সালে রেজী নং-১৩০৩০ উল্ল্যেখ পূর্বক প্রত্যাশা সমবায় সমিতি নামে আর একটি সংগঠনের উৎপত্তি ঘোষণা দেয় এবং সভাপতি রুহুল আমিন সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমন। বরাবরই স্থানীয় মান্য ব্যক্তির সমন্বয়ে কমিটি সাধিত হয়। যদিওবা নৈপত্যে কাজী আলতাফ হোসেন কিন্তু  স্থানীয় গন্যমান্য লোক দিবালোকে পতিয়মান।

কিন্তু এবার আর ছোট কিছু নয়( সদস্যের ভাষ্য মতে)বাংলা বাজারের পূর্বে ও মাল্টা বাগানের উত্তরে, আমীর খচরুর জায়গার উত্তর পার্শে জাগায় প্রদর্শন হলো।বলা হলো প্রতি ২গন্ডার বন্ধবস্থি বাবদ ২৫১০০/-+আনুসাংগিক খরচ বাবদ ৫০০০/-=৩০১০০/- ত্রিশ হাজার একশত টাকা দিতে হবে। একটু স্বস্থিতে বসবাসের আশা আবার (২৫১০০+৫০০০)=৩০১০০টাকা জমা শুরু হয়ে যায় এবং প্রদর্শিত জায়গায় সদস্যের পছন্দ মতে জায়গায়ও দেওয়া হয় প্রাথমিক পর্যায়ে।আকবর শাহ থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন দৈনিক শুভেচ্ছা প্রতিদিনকে জানায়,প্রত্যাশা শ্রমজীবি সমবায় সমিতির সাথে আমার কোন সংস্পৃক্ততা নেই।আমি আছি সবুজ পল্লী শ্রমজীবি সমবায় সমিতিতে। যার সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মদ ও অর্থ সম্পাদক।তিনি আরো বলেন,আমার সভাপতিত্বে সবুজ পল্লী থেকে কোন সদস্য স্বইচ্ছায় চলে যেতে চাইলে সংগঠনের নীতি অনুসারে চলে যাওয়ার স্বাধীনতা রক্ষিত আছে।তার জন্য তো প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করার প্রয়োজন নেই।উপস্থিত সদস্যরা হলো,  মাইন উদ্দিন বাবুল,রুহুল,আমিন, বাদশা মিয়া,সফিকুর রহমান,সাহবুর রহমান জাবের,সেলিম,নুর নবী, পেয়ার আহমদ,আবুল কশর, সিরাজুল ইসলাম,আনোয়ার হোসেন,নূর জাহান,,হাসিনা বেগম শামসুর নাহার, আমেন
মাহিমা বেগম প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email