
নিজস্ব প্রতিনিধিঃ– অদ্য (১৬ মে ২০২৩ খ্রিঃ) মঙ্গলবার ১১ ঘঠিকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, চট্টগ্রাম মহানগরের তথ্যের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানাধীন চর চাক্তাই ইসমাইল ফয়েজ রোডস্থ রুসা ড্রিংকিং ওয়াটার নামীয় অবৈধ পানির ফ্যাক্টরিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম অভিযান পরিচালনা করা করে। রুসা ড্রিংকিং ওয়াটার নামীয় প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে জারে পানি ভর্তি করে স্থানীয় লোকদের কাছে সরবরাহ করতো। রুসা ড্রিংকিং ওয়াটার নামীয় প্রতিষ্ঠানটির বিএসটিআইয়ের কোন অনুমোদন ছিল না। এছাড়াও পানি বিশুদ্ধ করার জন্য কোন রাসায়নিক সেখানে ব্যবহার করা হতো না। রুসা ড্রিংকিং ওয়াটার নামীয় প্রতিষ্ঠানটির নিজস্ব ল্যাবরেটরি ও কেমিস্ট ছিল না। তাদের পানি পানে জনগণের মাঝে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা বিদ্যমান থাকায় উপরোক্ত অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম উক্ত ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমান করে এবং ফ্যাক্টরি বন্ধ রাখার নির্দেশ প্রদান করে। পরবরর্তীতে তাৎক্ষণিকভাবে ফ্যাক্টরির ম্যানেজার জরিমানা পরিশোধ করেন এবং লাইসেন্স না নিয়ে আর ব্যবসা পরিচালনা করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।