শনিবার,১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আচার্য দীনেশচন্দ্র সেন স্মরণ সভা

নিজস্ব প্রতিনিধিঃ–  মৈমনসিংহ গীতিকার সংগ্রাহক, এপার-ওপার বাংলার সাহিত্যের অন্যতম পথিকৃৎ, বহু গ্রন্থপ্রণেতা গবেষক, লোক-সাহিত্যবিশারদ, শিক্ষাবিদ আচার্য ড. দীনেশচন্দ্র সেন স্মরণ সভা ১৩ মে, শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবস্থ এস. রহমান হলে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া’র সভাপতিত্বে শুরুতেই আচর্য্য দীনেশচন্দ্র সেনের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন, প্রদীপ প্রজ্জ্বলন ও একমিনিট নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আয়োজক ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি-ভারতের সাধারণ সম্পাদক অধ্যাপক দেবকন্যা সেন। সভায় আচার্য দীনেশচন্দ্র সেনের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নূরুল আমিন, চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, স্বাগত ভাষন প্রদান করেন স্মরণ সভা পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া।
লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া ও শ্যামল বড়ুয়ার যৌথ সঞ্চালনায় আচার্য দীনেশচন্দ্র সেনের জীবনী পাঠ করেন প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ, আলোচনায় অংশ নেন ভাস্কর ডি. কে দাশ মামুন, অধ্যক্ষ দীপক তালুকদার, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, পংকজ চক্রবর্তী, লায়ন দুলাল কান্তি বড়ুয়া।গানে গানে শ্রদ্ধা নিবেদন করেন মৌহিতা বড়ুয়া লতা। অনুষ্ঠানে সংগঠক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দকে দীনেশ-রবীন্দ্র পত্র সম্মাননা প্রদান করের আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি-ভারত। আলোচকবৃন্দ বলেন আচার্য দীনেশচন্দ্র সেন এই বাংলার ভূমিজ সন্তান, তিনি বাংলার হারনো ঐতিহ্য মৈমনসিংহ গীতিকার সংগ্রাহ করে বাঙালিকে তার প্রকৃত ইতিহাস চিনিয়েছেন। আমরা পারিনি আজও তাঁকে যোগ্য সম্মান দিতে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email