
নিজস্ব প্রতিনিধিঃ– ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। মোখা মোকাবেলার প্রস্তুতির অংশ হিসেবে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর কার্যালয়কে কন্ট্রোল রুম হিসেবে চালু করা হয়েছে। কন্ট্রোল রুম কার্যক্রম পরিদর্শন এবং স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় ও দিক নির্দেশনা মূলক তথ্য প্রদান করেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।
যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোঃ আসলাম খান, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন রুমেল, ইসমাইল হক চৌধুরী ফয়সাল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থ বিভাগের পরিচালক মাঈনুল ইসলাম, হাসপাতালের ইনচার্জ মোঃ সেলিম আহমেদ ও সংশ্লিষ্ট অন্যান্যরা।চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, দুর্যোগ মোকাবেলায় আপনারা অতীতেও কাজ করেছেন এবং বর্তমানে করে যাচ্ছেন। দুর্যোগ মোকাবেলয় জেলা প্রশাসন ও অন্যান্য সংস্থার সহিত সমন্বয় সাধন পূর্বক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা সকলেই মিলে দুর্যোগ মোকাবেলা করবো। আমাদের থেকে কার্যক্রম বাস্তবায়নে যতটুকু সহযোগিতা প্রয়োজন তা অব্যাহত থাকবে।
ঘূর্ণিঝড়ে জরুরী বিষয়ে ও তথ্য প্রদানের লক্ষ্যে ০১৮১৫-৩৩২৩১৬ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।