সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

অত্যাবশ্যক পরিসেবা বিল২০২৩ এর প্রতিবাদ ও ১লা মে র্র্যালী উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

অত্যাবশ্যক পরিসেবা বিল২০২৩ এর প্রতিবাদ ও ১লা মে র্র্যালী উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধিঃ-

অদ্য( ৩০এপ্রিল) রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ এস রহমান হলে জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগের উদ্যেগে এক সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।উক্ত

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,এ. এম. নাজিম উদীন সভাপতি,মহানগর শ্রমিকদল,শেখ নূরুল্লা বাহার, সাধারণ সম্পাদক,মহসনগর শ্রমিক দল

বক্তব্যে বলেন,  আমরা সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে সরকার ও দেশবাসীকে জানাতে চাই যে, শ্রমিকের রক্তে -ভজা মহান মে দিবস এর মাধ্যমে অধিকার আদায়ের পথ তৈরী হয়েছে। যা বাংলাদেশের মহান সংবিধান ও জাতিসংঘের আই এল ও এর মাধ্যমে বিশ্ব স্বীকৃত।আগামীকাল ১লা মে অত্যাবশ্যক পরিষেবা বিল-২০২৩এর প্রতিবাদ এবং মহান মে দিবস পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে কাজীর দেউরী নূর আহমদ সড়কে বিকাল ৩ ঘটিকায় বিশাল শ্রমিক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হবে। অত্যাবশ্যক পরিষেবা বিল- ২০২৩ এর প্রতিবাদে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) উদ্যোগে পুরাতন রেল স্টেশনে সকাল ১১ ঘটিকায় প্রতিবাদ সমাবেশে শ্রমিক দল নেতৃবৃন্দরা অংশগ্রহণ করবেন।

আমরা মনে করি, পৃথিবীর সকল অগণতান্ত্রিক স্বৈরশাসক গণতন্ত্র ও মানবাধিকারকে ধ্বংসে-হত্যা করে যেমন ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারে নাই, তেমনি বর্তমান সরকার সকল গণতান্ত্রিক রীতি নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শ্রমজীবি মানুষদের শোষনের নীলনকশাও বাস্তবায়ন করতে পারবে না ।

আমরা আশা করি সরকারের বোধদয় হবে এবং শ্রমিক কর্মচারীদের স্বীকৃত গণতান্ত্রিক ও মৌলিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হিসেবে অত্যাবশ্যকীয় পরিষেবা বিল-২০২৩ নামে যে বিলটি উত্থাপন করা হয়েছে তা প্রত্যাহার করবে ।অন্যথায় এই বিলের বিরুদ্ধে সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, সামাজিক ও মানবাধিকার প্রতিষ্ঠান এবং সুশীল সমাজকে সাথে নিয়ে যৌথভাবে আন্দোলন গড়ে তোলার বিকল্প কোন পথ খোলা থাকবে না।

আরো উপস্থিত ছিলেন, মোঃ জামাল উদান কেদ্ৰীয় সংগঠনিক সসম্পাদক,শফিकूল ইসলাম সহ-সভাপতি,শাহ  নেওয়াজ চৌধুরী, মা: হারুন যুগ্ম সাধারণ সম্পাদক,আনোয়ারুল আজিম চৌধুরী”,শফিকর রহমান মজুমদার, সাংগঠনিক সশাদক,আবু বক্কর  সিদ্দীকী প্রচার ও প্রকশশনা সম্পাদক,রফিফুল ইসলাম- দপ্তর সম্পাদক, শ্রমিক দল, নজরুল ইসলাম সরকার- সাধারণ সাম্পাদক চট্টগ্রাম,সিরাজুল ইসলাম সদস্য চট্বগ্রাম বিভাগ সাধারণ সম্পাদক দক্ষিণ জেলা প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email