অদ্য( ৩০এপ্রিল) রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ এস রহমান হলে জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগের উদ্যেগে এক সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।উক্ত
বক্তব্যে বলেন, আমরা সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে সরকার ও দেশবাসীকে জানাতে চাই যে, শ্রমিকের রক্তে -ভজা মহান মে দিবস এর মাধ্যমে অধিকার আদায়ের পথ তৈরী হয়েছে। যা বাংলাদেশের মহান সংবিধান ও জাতিসংঘের আই এল ও এর মাধ্যমে বিশ্ব স্বীকৃত।আগামীকাল ১লা মে অত্যাবশ্যক পরিষেবা বিল-২০২৩এর প্রতিবাদ এবং মহান মে দিবস পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে কাজীর দেউরী নূর আহমদ সড়কে বিকাল ৩ ঘটিকায় বিশাল শ্রমিক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হবে। অত্যাবশ্যক পরিষেবা বিল- ২০২৩ এর প্রতিবাদে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) উদ্যোগে পুরাতন রেল স্টেশনে সকাল ১১ ঘটিকায় প্রতিবাদ সমাবেশে শ্রমিক দল নেতৃবৃন্দরা অংশগ্রহণ করবেন।
আমরা মনে করি, পৃথিবীর সকল অগণতান্ত্রিক স্বৈরশাসক গণতন্ত্র ও মানবাধিকারকে ধ্বংসে-হত্যা করে যেমন ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারে নাই, তেমনি বর্তমান সরকার সকল গণতান্ত্রিক রীতি নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শ্রমজীবি মানুষদের শোষনের নীলনকশাও বাস্তবায়ন করতে পারবে না ।
আমরা আশা করি সরকারের বোধদয় হবে এবং শ্রমিক কর্মচারীদের স্বীকৃত গণতান্ত্রিক ও মৌলিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হিসেবে অত্যাবশ্যকীয় পরিষেবা বিল-২০২৩ নামে যে বিলটি উত্থাপন করা হয়েছে তা প্রত্যাহার করবে ।অন্যথায় এই বিলের বিরুদ্ধে সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, সামাজিক ও মানবাধিকার প্রতিষ্ঠান এবং সুশীল সমাজকে সাথে নিয়ে যৌথভাবে আন্দোলন গড়ে তোলার বিকল্প কোন পথ খোলা থাকবে না।
আরো উপস্থিত ছিলেন, মোঃ জামাল উদান কেদ্ৰীয় সংগঠনিক সসম্পাদক,শফিकूল ইসলাম সহ-সভাপতি,শাহ নেওয়াজ চৌধুরী, মা: হারুন যুগ্ম সাধারণ সম্পাদক,আনোয়ারুল আজিম চৌধুরী",শফিকর রহমান মজুমদার, সাংগঠনিক সশাদক,আবু বক্কর সিদ্দীকী প্রচার ও প্রকশশনা সম্পাদক,রফিফুল ইসলাম- দপ্তর সম্পাদক, শ্রমিক দল, নজরুল ইসলাম সরকার- সাধারণ সাম্পাদক চট্টগ্রাম,সিরাজুল ইসলাম সদস্য চট্বগ্রাম বিভাগ সাধারণ সম্পাদক দক্ষিণ জেলা প্রমূখ।