
হারানো বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিনিধিঃ-
২৬ এপ্রিল বুধবার রাত দশ ঘঠিকায় বাসা হতে বেরিয়ে রিনা নামে মেয়েটি ফেরেনি এখনো তার বাবা-মায়ের কোলে।বাবা-মায়ের হাহাকারে নির্বাক প্রকৃতি তত স্থানীয় জনগন।
মেয়েটির নাম রিনা আক্তার(১১বছর) পিতা- জয়নাল আবেদীন মা- কাজল, ঠিকানা তুলাতুলি কল্পলোক এ ব্লক আবাসিক নাজিম চেয়ারম্যানের বাড়ি গায়ের রং শ্যামলা মাথার চুল গুলো ছেলেদের মত ছোট ছোট।
২৬ এপ্রিল বুধবার রাত দশ ঘঠিকায় গলিতে খেলার সময় দেখা গেছে মেয়েটির গায়ের কাপড় ছিল মিষ্টি কালারের একটি গোল গলা জামা ছিল পড়নে। মাইকিং করেছিল কিন্তু আজও পযর্ন্ত মেয়েটির এখনো খোঁজ মেলেনি। মেয়েটি নোয়াখালীর ভাষায় কথা বলে।
কোন সুহৃদয় মেয়েটির সন্ধান পেয়ে থাকলে নিম্মোক্তো ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেলো।
—০১৮৭৬-৬৯৮৫১১—
নিউজটি পড়েছেন : ১৭৯