বুধবার,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সংঘমাতা বেবী রাণী বড়ুয়া’র প্রথম  মৃত্যুবার্ষিকী  সম্পন্ন

সংঘমাতা বেবী রাণী বড়ুয়া’র প্রথম  মৃত্যুবার্ষিকী  সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ-

লোহাগাড়া উপজেলাধীন বড়হাতিয়া বোধি নিকেতন বৌদ্ধ বিহারে ধর্মপ্রাণ উপাসক প্রয়াত অশ্বিনী রঞ্জুন বড়ুয়া ও তৎ সহধর্মিণী, রত্নগর্ভা সংঘমাতা প্রয়াতা বেবী রাণী বড়ুয়া’র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে অষ্টপরিস্কার মহতি মহা সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য উপসংঘরাজ রাউজান পাহাড়তলী মহামুনি মহানন্দ সংঘরাজ বিহারে অধ্যক্ষ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাথেরো,প্রধান অথিতি ছিলেন অধ্যাপক জ্ঞানরত্ন মহাথেরো,প্রধান সদ্ধর্মদেশক চান্দগাঁও শাক্যমুনি সার্বজনীন বৌদ্ধ বিহারের নবরূপকার অধ্যক্ষ ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক মহাসচিব সদ্ধর্মকোবিধ ধর্মদূত এস লোকজিৎ মহাথেরো, বিশেষ অতিথি সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সভাপতি বিমুক্তি বারিধী বিদর্শনাচর্য রত্নপ্রিয় মহাথেরো,বাঁশখালী ভিক্ষু সমিতির সভাপতি রাহুলপ্রিয় মহাথেরো, বাঁশখালী শীলকূপ চৈত্র কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ কর্মবীর দেবমিত্র মহাথেরো, সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির উপদেষ্টা শীলানন্দ মহাথেরো, অনুষ্ঠান উদ্ধোধন করেন বড়হাতিয়া বোধিনিকেতন বিহারের অধ্যক্ষ ও সভাপতি শুদ্ধানন্দ মহাথেরো, সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির কার্যকরি সভাপতি রতনানন্দ মহাথেরো,সুমঙ্গল থেরো,লোকপ্রিয় থেরো, চন্দনাইশ ভিক্ষু পরিষদের সাধারণ সম্পাদক ধর্মদূত ড. সুমনপ্রিয় থেরো, জ্যোতিপ্রিয় থেরো,আনন্দপ্রিয় থেরো,ধর্মতিলক থেরো,আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও সংগঠক জে বি এস আনন্দবোধি থের, প্রজ্ঞাবোধি থেরো,জ্ঞানতিলক ভিক্ষুসহ আরো মহান পূজনীয় প্রজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন, স্মৃতি চারণ করেন কৃতজ্ঞতা জানান ই.পি.চেয়ারম্যান বাবু বিজয় বড়ুয়া, জিনাংসু বড়ুয়া, ব্যাংকার রতন কান্তি বড়ুয়া, গোপাল কান্তি বড়ুয়া, বোধিসত্ত্ব বড়ুয়া, অধ্যাপক রিটন কুমার বড়ুয়া, লায়ন অমূল্য রঞ্জন বড়ুয়া,
পরিবারের পক্ষে বিজয় বড়ুয়া,সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রয়াতার জ্ঞাতী সানি বড়ুয়া ও নিউটন বড়ুয়া।
অনুষ্ঠানে প্রয়াত শ্রদ্ধেয় পিতা অশ্বিনী রঞ্জুন বড়ুয়া ও মাতা বেবী রাণী বড়ুয়া ফাউন্ডেশন উদ্ধোধন করেন উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাথেরো,ও রত্নপ্রিয় মহাথেরো, রাহুলপ্রিয় মহাথেরো,দেবমিত্র মহাথেরো,ড.দীপংকর থেরো, অনুষ্ঠান শেষে সকল জ্ঞাতীপরিজন ও গ্রামবাসী সকালে মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email