বুধবার,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ২০তম যুব কার্যকরী পর্ষদ গঠন

 রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ২০তম যুব কার্যকরী পর্ষদ গঠন নিজস্ব প্রতিনিধিঃ-

বাংলাদেশযুব রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের আওতাধীন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ২০২৩-২৪ সেবাবর্ষের জন্য ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশানকে যুব প্রধান করে ২৪ সদস্যের ২০তম যুব কার্যকরী পর্ষদ গঠিত হয়। ২০তম যুব কার্যকরী পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন উপ যুব প্রধান -১ কৃষ্ণ দাশ, উপ যুব প্রধান -২ মোঃ মাহামুদুর রহমান, সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য্য, প্রশাসন ও সম্পদ সংগ্রহ বিভাগীয় প্রধান তাসনিয়া আহমেদ তানহা, প্রশিক্ষণ বিভাগীয় প্রধান ফয়সাল হোসেন টুটুল, স্বাস্থ্য সেবা বিভাগীয় প্রধান মোঃ আবদুর রহমান, আইসিটি, মিডিয়া ও কমিউনিকেশন বিভাগীয় প্রধান অভিষেক চৌধুরী ও দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান মোঃ আরিফুল ইসলাম। কার্যকরী পর্ষদের সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় উপ প্রধান হোসাইন মোহাম্মদ আছির হামিম, প্রিয়ন্ত পাল, উম্মুল আখয়ার, প্রশাসন ও সম্পদ সংগ্রহ বিভাগীয় উপ প্রধান চৈতি মল্লিক, মোঃ নাহিম উদ্দিন, প্রশিক্ষণ বিভাগীয় উপ প্রধান মোজাহিদুল ইসলাম রানা, তমা দেব বর্মন, শোয়াইব হোসাইন, স্বাস্থ্য সেবা বিভাগীয় উপ প্রধান মাহাবুবুল আলম বাপ্পি, অনন্ত সাহা, আইসিটি, মিডিয়া ও কমিউনিকেশন বিভাগীয় উপ প্রধান তন্ময় বড়–য়া, আহনাফ তাজওয়ার মাহির, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় উপ প্রধান সুজিত রুদ্র, মোঃ রকিবুল ইসলাম, মোঃ রাকিব রায়হান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email