মঙ্গলবার,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গার্মেন্টস কর্মী “হৃদয়” হত্যার তীব্র নিন্দা জানিয়ে BLF ও BRGWF এর বিচার ও ক্ষতিপূরণ দাবী

গার্মেন্টস কর্মী “হৃদয়”হত্যার তীব্র নিন্দা জানিয়ে BLF ও BRGWF এর বিচার ও ক্ষতিপূরণ দাবী

নিউজ ডেক্সঃ -গত ২৮ জুন ২০২৫ ইং তারিখে গ্রীনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানার ইলেকট্রিশিয়ান হৃদয়কে কারখানার ভিতরে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় কারখানার মালিক কোনভাবেই এড়িয়ে যেতে পারেন না।বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ ও বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন BRGWF নির্মম এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। অবিলম্বে এই হত্যার সাথে যুক্ত ব্যক্তিদের বিচার এবং আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করার দাবী জানানো হচ্ছে। এ ধরনের ঘটনা চলতে থাকলে বাংলাদেশের পোশাক শিল্প আরও ইমেজ সংকটে পড়বে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় থাকা এই শিল্পকে চরম মুল্য দিতে হতে পারে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email