প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ণ
গার্মেন্টস কর্মী “হৃদয়” হত্যার তীব্র নিন্দা জানিয়ে BLF ও BRGWF এর বিচার ও ক্ষতিপূরণ দাবী
![]()
গার্মেন্টস কর্মী "হৃদয়"হত্যার তীব্র নিন্দা জানিয়ে BLF ও BRGWF এর বিচার ও ক্ষতিপূরণ দাবী
নিউজ ডেক্সঃ -গত ২৮ জুন ২০২৫ ইং তারিখে গ্রীনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানার ইলেকট্রিশিয়ান হৃদয়কে কারখানার ভিতরে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় কারখানার মালিক কোনভাবেই এড়িয়ে যেতে পারেন না।বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ ও বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন BRGWF নির্মম এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। অবিলম্বে এই হত্যার সাথে যুক্ত ব্যক্তিদের বিচার এবং আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করার দাবী জানানো হচ্ছে। এ ধরনের ঘটনা চলতে থাকলে বাংলাদেশের পোশাক শিল্প আরও ইমেজ সংকটে পড়বে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় থাকা এই শিল্পকে চরম মুল্য দিতে হতে পারে।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.