
সুরেন্দ্রলাল ও স্নেহলতা বড়ুয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে টি- শার্ট বিতরন ও
অরুণ অনুরাগ ফাউন্ডেশনের উদ্যোগে সোলার প্যানেল সামগ্রী বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধিঃ-
আজ ১৯ এপ্রিল২০২৩ খাগড়াছড়ি পার্বত্যজেলার মানিক ছড়ি উপজেলার রাংগাপানি অনাথ শিশু ঘরে টি- শার্ট বিতরন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন সমীরণ বড়ুয়া। এছাড়া অরুন অনুরাগ ফাউন্ডেশনের চেয়ার ম্যান প্রবাসী রানা বড়ুয়া মহোদয় একটি সোলার প্যানেল একটি বৈদ্যুতি মোটর দান করেন।
অনাথ শিশু,সাতজন ভিক্ষু শ্রামনসহ ৫০ জনের অধিক লোককে দুপুরের আহার প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ, পরোপকারী বাবু বিষু বড়ুয়া।আরো উপস্থিত ছিলেন এ্যাড, সুজন বড়ুয়া ও তরুন ।সমাজকর্মী বাবু সুলাল বড়ুয়া।
অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা ভদন্ত ইন্দ্র বংশ ভিক্ষু উক্ত দানীয় সামগ্রী গ্রহন করেন।
নিউজটি পড়েছেন : ১৬৮