সোমবার,৩০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

–বিমুগ্দ্ধ হ্নদয়ে– লেখক-শরণংকর বড়ুয়া

——-বিমুগ্দ্ধ হ্নদয়ে——-লেখক-শরণংকর বড়ুয়া

বৈশাখ প্রকৃতির রুদ্রমূর্তি
ঝড় বৃষ্টি উপযুপরি ভূমিকম্পন।
পাহাড় ঘেরা সবুজ বনানী
প্রকৃতির নির্দয় আচরণ।
আকস্মিক প্রিয়জন হারানো
কোন নারীর আর্তনাদ।
সাড়াদিনের ক্লান্তিতে পশ্চিমে
সূর্যের সোনালী কিরণ।
জনশূন‍্য নদীর প্রান্তর
শ্রান্ত পথিক, জ‍্যোৎস্নার
মৃদু আলো ছড়িয়েছে।
পৃথিবীর বুকে দেখি
মুগ্ধ নয়নে।
রজনী গন্দ্ধার সুরবিত
সুগন্ধি নিশ্বাসে সমীরণ
উচ্ছসিত বিমুগদ্ধ হ্নদয়ে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email