
প্রয়াত শিক্ষক দুলাল কান্তি বড়ুয়া’র স্মরণে “আত্মদীপ” প্রকাশনা ও সংঘদান অনুষ্ঠান সুসম্পন্ন 
গত ১২ অক্টোবর ২০২৪ শনিবার, সকাল ১০ ঘঠিকায় প্রয়াতর নিজ বাড়িতে পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী বাথুয়া গ্রামের স্বনামধন্য ব্যক্তিত্ব, বাথুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, বাথুয়া হিতসাধনী বিহারের প্রাক্তন সাধারণ সম্পাদক, আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি, আন্তর্জাতিক পরিমন্ডলের বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংগঠন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ পটিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক, বহু সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আদর্শিক সমাজ সংস্কারক কর্মবীর, শিক্ষাবিদ প্রয়াত দুলাল কান্তি বড়ুয়ার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য কর্মও জীবন স্মরণে “আত্মদীপ “প্রকাশনা উন্মোচনসহ, পরলোকগত জ্ঞাতীগনের উদ্যোশে পূন্যদান তথা পরিবারের মঙ্গল কামনায় অষ্ট উপকরণ সহ সংঘদান ও জ্ঞাতীভোজ অনুষ্ঠিত হল। পূন্য অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন বাথুয়া হিতসাধনী বিহারের বিহার অধ্যক্ষ, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষুর মহাসভার ঊর্ধ্বতন সহ-সভাপতি স্মৃতিভাস্বর
ভদন্ত শীলভদ্র মহাথের মহোদয়।
উদ্বোধনী ভাষন প্রদান করেন –বাথুয়া জ্ঞানোদয় বিহারের বিহার অধ্যক্ষ, সপ্তগ্রাম শাসন কল্যান ভিক্ষু সমিতির সম্মানিত সভাপতি, সদ্বর্মদিশারী পি.লোকানন্দ মহাথের মহোদয়। প্রয়াতর স্মরণে উদ্বোধনী সংগীত “তুমি রবে নিরবে” পরিবেশন করেন – প্রয়াতর কন্যাগনের নাতনি, পুস্পিতা বড়ুয়া সুনেত্রা, মৌমিতা বড়ুয়া ও অপরাজিতা বড়ুয়া।পঞ্চশীল প্রদানে অংশগ্রহণ করেন বাথুয়া গ্রামের সমাজ সেবক বাবু তপন কান্তি বড়ুয়া মহোদয়। বিশেষ জ্ঞাতি ও সদ্বর্ম দেশনায় পূন্যদান নিবেদন করেন – মেহেরহাটি জঙ্গল গোঁসাই বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত আয়ুপাল মহাস্থবির মহোদয়, রুদুরা আনন্দ নিকেতন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ, প্রজ্ঞাদিশারী বোধিরতন মহাস্থবির মহোদয়সহ আরো অন্যান্য প্রাজ্ঞ ভিক্ষুসংঘ।প্রয়াতর উদ্দেশ্যের স্মৃতিচারণ করেন, গ্রাম তথা বিভিন্ন সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ সংঘ যুবয়ের পক্ষ থেকে, সিনিয়র সভাপতি বাবু মিন্টু বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন ছোটন বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলার যুবয়ের সাধারণ সম্পাদক প্রকৌ. জুলেন বড়ুয়া। বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন পটিয়া উপজেলার পক্ষ থেকে সাধারণ সম্পাদক শিক্ষক লিটন বড়ুয়া, বাংলাদেশ সীবলী মানবিক ফাউন্ডেশন পক্ষ থেকে সাংগঠনিক সচিব বাবু সনজয় বড়ুয়া, অনুষ্ঠান সঞ্চালনায় পরিবেশন করেন অত্র গ্রামের সাংগঠনিক কর্মী, লেখক বাবু লিটন বড়ুয়া।
