সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া বিশেষ অভিযান পরিচালনায় ০১ আগ্নেয়াস্ত্র,০২ রাউন্ড গুলিসহ ০১ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া বিশেষ অভিযান পরিচালনায় ০১ আগ্নেয়াস্ত্র,০২ রাউন্ড গুলিসহ ০১ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার


 র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া মডেল থানাধীন চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রানীরহাট বাজারস্থ কেবিএস কনভেনশন হলের সামনে পাকা রাস্তার উপর একজন লোক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে আনুমানিক ২৩৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মোঃ তৌহিদুল ইসলাম মামুন (৩৪), পিতা- মোঃ আইয়ুব আলী, সাং- বগাবিল, থানা- রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং আসামির দেহ তল্লাশিকালে তার পরিহিত প্যান্টের পিছনে কোমর হতে আসামির নিজ হাতে বের করে দেয়া মতে ০১টি দেশি আগ্নেয়াস্ত্র(এলজি) এবং ০২ রাউন্ড গুলি উদ্ধার সহ আসামিকে গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে উক্ত দেশি আগ্নেয়াস্ত্র এবং গুলি নিজ হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নাই। উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে আরো জানায় যে, জব্দকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে সে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল।

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামিকে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email