
অনিয়ন্ত্রিত গতিবেগের কারণে কুতুবদিয়ায় অটো রিক্সা দুর্ঘটনায় মৃত্যু ১জন
মো:তৌহিদুল ইসলাম———-
কুতুবদিয়া প্রতিনিধিঃ– আজ ১৩ সেপ্টেম্বর শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় স্টিমারঘাট হতে বড়ঘোপ আসার পথে অনিয়ন্ত্রিত গতিবেগের কারণে যাত্রীসহ অটোরিক্সা বিদ্যুৎ মার্কেটের পূর্ব পাশে একটি পুকুরে পড়ে যাই। যাত্রীরা আহত অবস্থায় নিরাপদ স্থানে উঠতে পারলেও,ততক্ষনাৎ ড্রাইভার খুঁজে পাওয়া যায়নি । আনুমানিক ৩০ মিনিট খুঁজাখুঁজির পর উদ্ধার করে স্থানীয় লোকজন তাকে কুতুবদিয়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন।
মৃত যুবকের নাম আরিফ পিতাঃ বদরু মাঝি,গ্রামঃ অমজা খালি,বয়সঃ আনুমানিক ১৭ বছর।

নিউজটি পড়েছেন : ২৬৩